বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন 

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে আবেদন করবেন 

তৃতীয় ধাপে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

রোববার (১৮ জুন) প্রাকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ব্যতীত ‌ঢাকা-চট্টগ্রাম বিভাগের সব জেলার আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে, এ দুই বিভাগে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি। নিয়োগ প্রত্যাশীরা http://dpe.teletalk.com.bd এ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

আবদেনকারীর বয়স ২০২৩ সালের ৮ জুলাই ন্যূনতম ও সর্বোচ্চ ২১-৩০ বছর হতে হবে। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা।

উল্লেখ্য, এবার প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তিনটি ধাপ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ এবং দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

টিএইচ